গৌরনদীতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫ গৌরনদীত (বরিশাল) : বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২:৩০মিনিটে গৌরনদী বন্দর থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে আটক করা হয়। আটক দুই মাদক বিক্রেতা হলেন— মনির হাওলাদার, পিতা নজরুল হাওলাদার গৌরনদী পিংগলাকাঠি হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং সোহেল বাড়ী লেবুতলী আটক। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসআই সোহেল বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের চলমান। গৌরনদীকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।” আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (২০শে নভেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। SHARES সারা বাংলা বিষয়: গৌরনদীত