আশুলিয়ায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ সুমি, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় স্বামীর শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ।

অভিযোগকারী ওই নারীর নাম সুমি আক্তার (২২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোলেছরামপুর গ্রামের সাহাবুদ্দিন গাজীর মেয়ে। বর্তমানে তিনি আশুলিয়ার তৈয়বপুর এলাকায় মনি মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।

অভিযোগ সূত্রে জানা  যায়, প্রায় ৫ মাস আগে শরিয়াহ ও রাষ্ট্রীয় বিধি মোতাবেক মোঃ হানিফ (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়।  কিন্তু বিয়ের পর জানতে পারেন, হানিফের আগেও এক স্ত্রী আছে। এ তথ্য বিয়ের আগে গোপন রাখা হয় বলে অভিযোগ করেছেন সুমি আক্তার।

বিবাহের পর থেকেই স্বামী হানিফ তার ভরণপোষণ না দিয়ে উল্টো মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। সুমি চাকরি করে সংসার চালিয়ে যাচ্ছিলেন।

গত ০৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী হানিফ উত্তেজিত হয়ে তাকে বেদম মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় হানিফ তার স্ত্রীর কাছ থেকে ৬০ হাজার টাকা, ৫ আনা স্বর্ণের গলার চেইন, ৮ আনা স্বর্ণের কানের দুল, ৫ ভরি রুপার নুপুর এবং একটি ভিভো স্মার্টফোন নিয়ে পালিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, হানিফ বর্তমানে তার প্রথম স্ত্রী তাহমিনার কাছে অবস্থান করছেন এবং সুমিকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছেন। পরে হানিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনে গালাগালি করে ভয়ভীতি প্রদর্শন করেন।

ভুক্তভোগী সুমি আক্তার বলেন, “বিবাহের পর বুঝতে পারি সে প্রতারক। টাকা ও গয়না নিয়ে আমাকে ফেলে চলে গেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।”

এ বিষয়ে আশুলিয়া থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।