আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসা এবং নার্সদের অবহেলার কারণে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিশুটির পরিবার।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীসহ স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মৃত শিশুর নাম মিনহাজ (২), সে আশুলিয়ার জামগড়া কাঠাল তলা এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে । পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হালকা জ্বর ও কাশি নিয়ে মিনহাজ, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

তবে হাসপাতালে ভর্তি করানোর পরপরই শিশুটিকে ইনজেকশন দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে একটা ইনজেকশন দেওয়ার পরই তার শরীর ঠাণ্ডা হয়ে যায়।

আমি নার্সদের ডাকলেও তারা সময়মতো আসেনি। এক পর্যায়ে তারা বলে, ‘কিছু না, ঠিক হয়ে যাবে।’ কিন্তু কিছুক্ষণ পরই আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে।”

পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার আগে কোন পরীক্ষা-নিরীক্ষা বা ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হয়ে চিকিৎসা দেওয়া হয়, যা চিকিৎসাগত গাফিলতির শামিল।

এদিকে ঘটনার পর হাসপাতালের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে স্থানীয়রা জানান, এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু দায়ীদের বিরুদ্ধে কখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. আব্দুল  হান্নান বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি হাসপাতালের সেবার মান এবং দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের যথাযথ প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।