মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু Md. Hafiz Md. Hafiz Uddin প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ ঢাকা : রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী ছিলেন। শনিবার (২৩ আগষ্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই বিকালে মারা যান তিনি। এর আগে রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দগ্ধ অবস্থায় মীর হোসেনকে ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। ইউরেকা পেট্রোল পাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তা কর্মী। প্রায় ২০ বছর যাবৎ সেখানে কাজ করছেন। SHARES জেলা/উপজেলা বিষয়: