গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার রেস কাটিয়ে তুলতে না তুলতেই

আশুলিয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
আশুলিয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার রেস কাটিয়ে তুলতে না তুলতেই সাভারের আশুলিয়ায় ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে উপর অতর্কিতহামলা করে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানাই।

এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ।