চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ বাবলা নিহত Md. Hafiz Md. Hafiz Uddin প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ চট্টগ্রামে-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়ে ‘সন্ত্রাসী’ সারোয়ার বাবলা নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সারোয়ার বাবলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী বলে জানা গেছে। সিএমপি কমিশনার হাসিব আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাগুলির প্রাথমিক ধারণা পাওয়া গেছে। অভিযান চলমান রয়েছে। এ ঘটনা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এর আগে, বুধবার বিকেলে নগরীর বায়েজীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে হঠাৎ গুলি ছোঁড়া শুরু করে দুর্বৃত্তরা। এতে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। তিনজনের মধ্যে সারোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আহত অবস্থায় এরশাদ উল্লাহকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। SHARES বাংলাদেশ বিষয়: